মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জন। দিবসটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায়, চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এর উদ্যোগ গরিব দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। সকালে সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উপ-মহা পরিচালক মারুফ আবেদীনের উপস্থিতিতে অসহায় ৩০০ পরিবারের মধ্যে শীতবস্তের বিতরণ ও ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ করেন, এ সময় বিজিবি আরও সিনিয়র অফিসার ও জুনিয়র কর্মকর্তা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।