শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোতাহারুল ইসলাম লিটন। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে দেশে দ্রুত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোতাহারুল ইসলাম লিটনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছালাহ্ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।