বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত | সময়ের দেশ

অলিদুর রহমান অলি, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং মান উন্নয়ন ও কল্যাণে নবগঠিত গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের হাবিবুল্লাহ সরনির ইকবাল কুটির প্রাঙ্গণে আয়োজিত এ ফোরামের সাধারণ সভা আয়োজন করা হয়।
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও দৈনিক মুক্ত বলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুছা খান রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের প্রবীণ সাংবাদিক গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। সভায় গাজীপুর সাংবাদিক ফোরমের অন্যতম উপদেষ্টা সদস্য আলহাজ¦ মোঃ মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও ঐক্য ফোরামের অন্যতম উপদেষ্টা সদস্য মোঃ খায়রুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও শাহ সামসুল হক রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক বাংলা ভূমির প্রকাশক ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাহার, ঐক্য ফোরামের সদস্য মোঃ বায়েজীদ হোসেন, অলিদুর রহমান অলি, আকরাম হোসেন খান, কালীগঞ্জের আল-আমিন দেওয়ান, ইব্রাহিম খন্দকার, কোনাবাড়ির তৌফিক ইসলাম ও রেজাউল করিম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সাধাণ সভা সফল করতে যারা সহযোগিতা করেছেন তারা হলেন মোঃ কামাল হোসন বাবুল, কাজী মোঃ আব্দুল মান্নান, সুমন গাজী।
সাধারণ সভায় সংগঠনের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান বিপ্লব গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের গঠনতন্ত্র পাঠ করেন।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ঐক্য ফোরামের নির্বাচন পরিচালনার জন্য আগামী রবিবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন এই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে সংগঠর্নে উপদেষ্টা সদস্য মোঃ আমিনুল ইসলামকে। বাকি দুই সদস্য হলেন সাংবাদিক মোঃ বায়েজীদ হোসেন ও শফিকুল ইসলাম জিতু।
সাধারণ সভায় গাজীপুর মহানগর ছাড়াও গাজীপুর সদর এবং জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, টঙ্গী ও কালিয়াকৈরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ সভায় ঐক্য ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সবাইকে শৃক্সখলা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102