গাজীপুরে অপসাংবাদিক দিন দিন বেড়েই চলেছে। অনেকে অনুষ্ঠান করতে গিয়ে বিভ্রত হয়ে পড়েন। সাংবাদিক দাওয়াত না দিলেও অনেক সাংবাদিক উপস্থিত হয় এবং অনুষ্ঠানের শেষে আয়োজকদের কাছে টাকা দাবি করেন। আর টাকা না দিতে পারলে অনেকে মন খারাপ করে কথা শুনান আয়োজকদের এমন মন্তব্য করে দুঃখ প্রকাশ করেন নতুন সংগঠন গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রধান নির্বাচন কমিশনার দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে কেউ ব্যবসায়ী হিসেবে নিবেন না। সাংবাদিককতা করতে হলে ভালো মানুষের অনুসরণ করে এই পেশাকে সুন্দর করে তুলুন। ভালো সাংবাদিক হতে হলে, ভালো সাংবাদিককে অনুসরণ করুন। অপসাংবাদিকতা রোধ করতে হবে। মূল ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে হবে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর শহরের হাবিবুল্লাহ সরণি এলাকায় ইকবাল কুটিরে গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রথম সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তিনি এসব কথা। গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক দৈনিক মুক্ত বলাকার প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামানের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ শাসসুল হক রিপন, দৈনিক বাংলা ভূমির প্রকাশক ও সম্পাদক নজরুল ইসলাম আজাহার, সদস্য সচিব মুসা খান রানা প্রমুখ। এছাড়া সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দৈনিক কণ্ঠবাণীর প্রকাশক ও সম্পাদক জানে আলম, দৈনিক জনবাণীর কামাল হোসেন বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশের আবুল হোসেন, দৈনিক আজকালের খবরের মাজহারুল ইসলাম(কাঞ্চন), দৈনিক চিত্রের আব্দুর রহমান, যুগান্তরের আব্দুল গাফফার, নিউনেশনের মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক মাসুদ রানা, আ: মান্নান প্রমুখ। সাধারণ সভায় গাজীপুর মহানগর, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়কৈর এলাকা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। সভায় সাধারণ সদস্যদের সম্মতিতে গঠনতন্ত্রসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংগঠনটি ১০৭ জন সাংবাদিক সদস্য নিয়ে যাত্রাশুরু করেন। এছাড়াও সংগঠনের অবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।