গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি)। শত প্রতিকূলতার মধ্যে আপনারা ১৯৭০ সাল হতে বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধু বসে কাজ করে না। তাদের যে প্রযুক্তিগত জ্ঞান আছে তা দিয়ে হাতে কলমে মাঠে গিয়ে তারা প্রয়োগ করে থাকেন। ২০১৩ সালে নেত্রী সদস্য হয়েছেন। আর সেই সংগঠনের জন্য কাজ করা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার নৈতিক দায়িত্ব। গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জায়গা বরাদ্দের বিষয়টি আমি ডিসি এবং ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। যেহেতু গাজীপুর বিশেষ জেলা আমার সম্মিলিতভাবে এটা যাতে ২০ কাঠার উপরে হয় সেটার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে আমরা সফল হব।
‘টেকসই উন্নয়ন নবায়নযোগ্য জ¦ালানি’ উৎপাদন ও ব্যবহার করতে হবে এই প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি গাজীপুর জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস’২২ ও আইডিইবি’র গৌরবউজ্জ্বল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ নভেম্বর) গাজীপুর শহরে প্রকৌশলী ভবনের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি গাজীপুর জেলা শাখার নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে আইডিইবির জেলার নেতৃবৃন্দ ও সদস্য এবং গাজীপুর অবস্থিত বিভিন্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।
আজমত উল্লা আরো বলেন, ৮ নভেম্বর জাতীয়ভাবে গণপ্রকৌশল দিবস হিসেবে পালন করার জন্য বলছেন। আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে এটা একটি যৌক্তিক দাবি। ইউস্কো ইতিমধ্যে ২০০৯ সাল হতে বিশ্ব প্রকৌশল দিবস পালন করছে। ভারতের বিশিষ্ট বিজ্ঞানি ভারতরত্নে ভূষিত স্যার মূখ্যকুন্ড এবং ইরানের একজন বিজ্ঞানি নাছির আলদিন আল তুষিকে শ্রদ্ধা জানাতে বিশ্ব প্রকৌশল দিবস পালন করে আসছে। সুতরাং বাংলাদেশে এ দিবসটি পালন করে আসছে। আইডিইবি যেদিন গঠন করা হয়েছিল সেই দিনটিকে তারা দিবস হিসেবে পালন করে আসছে। আইডিইবি একটি সংগঠন। সেখাসে ডিপ্লোমা প্রকৌশলী সদস্য ৫ লাখ ও ছাত্র-ছাত্রী ৪ লাখ । এই সংগঠনের সঙ্গে ভারতের দুটি চুক্তি হয়েছে। একটি বিদেশী রাষ্ট্র কখনো অন্য একটি রাষ্ট্রের কোন সংগঠনের সঙ্গে চুক্তি করে না। তখনি আসে যখন দেখে ঐ সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোন কাজ করে না। সংগঠনের উন্নয়ন এবং দেশের উন্নয়নে কাজ করে।
আইডিইবি’র গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে শিক্ষা কমিশনের সদস্যদের দিক নির্দেশনায় বলেছিলেন, “আমি চাই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান একটি শিক্ষা ব্যবস্থা”। তিনি বলেছিলেন, আমি চাই কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ যাতে সত্যিকারের মানুষ হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাচঁতে পারবে। বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বার উল্লেখ্য করেছেন “শিক্ষা আমাদের অগ্রাধিকার আর কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার।” তিনি বলেছিলেন দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন উৎপাদনে ৮৫ ভাগ কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সরকারি-বেসরকারি দক্ষতার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারগরি শিক্ষাকে মূলস্রােতধারার শিক্ষায় রুপান্তরসহ কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ৫০ ভাগে উন্নতী করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণীত হয়। উন্নয়নের মূলচালিকা শক্তি টেকনিক্যাল এডুকেশন। আমার এর পরিপূর্ণ বাস্তবায়ন চাই। ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা টেকনিক্যাল এডুকেশন আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, পেশাগত খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন বঞ্চনা ও দাবিয়ে রাখার পাঁয়তারা করছে একটি চক্র। দেশীয় ও আন্তর্জাতিক একটি প্রতিক্রিয়াশীল চক্র ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই জনস্বার্থবিরোধী চকান্তকারীদের যে কোন চক্রান্ত এদেশের ৯ লাখের অধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী প্রকৌশলীরা রুখে দিবে। দেশের এই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল শিক্ষাকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষক পেশাজীবীদের সকল দাবী বাস্তবায়ন করা করার দৃঢ় আহবান এবং প্রতি বছর ৮ নভেম্বরকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপনের সরকারি ঘোষণা দাবি জানাচ্ছি।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্ল্যাহ মন্ডল, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শামসুর রহমান, আইডিইবির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, আইডিইবি রাজশাহী অঞ্চলের সহসভাপতি মো. কবির উদ্দিন, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য শরীফ হোসেন ঢালী প্রমুখ।
দ্বিতীয় সেশনে প্রকৌশলী ভবনের হল রুমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রতিনিধি দল গাজীপুর জেলায় আগমন উপলক্ষে সাংগঠনিক সভা ২০২২ এর আয়োজন করা হয়েছে। ( আইডিইবি) গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শামসুর রহমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আইডিইবি রাজশাহী অঞ্চলের সহসভাপতি মো. কবির উদ্দিন, প্রাসেডিইফে, বাংলাদেশ গাজীপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোজাহারুল হক মামুন প্রমুখ।