ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার স্থানীয় একটি ধানের খলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেরপুর ২ (নকলা – নালিতাবাড়ি) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী । প্রথমে জাতীয় ও দলীয়পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের সুচনা করা হয়।
পরে আনিষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া থাতুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না,র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ। এ সম্মেলনে শতশত দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করে।