শনিবার (১২ ই নভেম্বর) বলদা হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন ক রা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কালীগঞ্জের শান্তি কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মেহের আফরোজ চমকি এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক, এডভোকেট রিনা পারভীন, প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার, যুগ্ন আহবায়ক, মোঃ জহিরুল ইসলাম খান জহির, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, বাড়িয়া ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, মোঃ আক্তার হোসেন মাস্টারের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র, এস এম রবিন হোসেন সহ জেলা – উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।প্রথমার্ধে অনুষ্ঠান শেষে দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়, এ সময় আগামী তিন বছরের জন্য, বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মোঃ আক্তার হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাদেকুর রহমান নির্বাচিত হন। এর আগে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠান শেষে মধ্যহ ভোজের আয়োজন করা হয়।