গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা এক প্রবাসী নিহত এবং এ ঘটনায় উভয় পক্ষে ৫জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯ টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ মোবারক হোসেন (৪০)। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দশ দিন আগে সৌদি আরব থেকে থেকে দেশের বাড়ী ছুটি কাটাতে এসেছেন।