সৈয়দপুর উপজেলায় শীতকালানি কিছু অপরাধ কার্যক্রম বেশি লক্ষ্য করা যায় ওই অপরাধগুলোর মধ্যে গরু চুরি উল্লেখ্য যোগ্য এবং শীতকালীন সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যায়। শীতকালে মাঠ-ঘাট ফাঁকা থাকায় ও ঘন কুয়াশার কারনে গরু চুরির পাশাপাশি অন্যান্য চুরির সংখ্যাও বৃদ্ধি পায়।
অদ্য ০১/১১/২০২২ খ্রিঃ চুরি প্রতিরোধের লক্ষ্যে সৈয়দপুর সার্কেলাধীন সৈয়দপুর ও কিশোরগঞ্জ থানা এলাকায় চৌকিদারদের মাধ্যমে বিশেষ পাহারার কৌশল ও দায়িত্ব পালনে সততা, তৎপরতা, সাহস এবং ব্যক্তিত্ব ধরে রাখার জন্য চৌকিদারদের নির্দেশনা প্রদান করা হয়।
তাছাড়া গ্রামাঞ্চলে মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য প্রদান এবং কার্যকর ভূমিকা পালনের জন্য উপস্থিত চৌকিদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সৈয়দপুর ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ দুই থানার অন্যান্য পুলিশ দদ্ধদ্ধ উপস্থিত ছিলেন। সৈয়দপুর থানার পুলিশ সার্কেল এই ধরনের উদ্যোগকে স্বাগতম জানিয়েছে সৈয়দপুরবাসী সেই সাথে সৈয়দপুর থানার ওসি মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করা হয় মাদক ব্যবসায়ীরা অনেক গা ঢাকা দিয়েছে ওসি বলেছেন এই ধরনের পুলিশি অভিযান চলবে মাদকের কোন স্থান হবে না