গাজীপুর মহানগরের ২৬ নং ওর্য়াডের উত্তর বিলাসপুর চাররাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকজ্যামে ভোগান্তি নিত্যনৈমিত্তিক ঘটনা। জনগনের দুর্ভোগ লাগবে রাস্তায় ট্রাফিকের দায়িত্বে নেমে পড়েন গাজীপুর মহানগরের ২৬ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু।
আজ বুধবার ২ নভেম্বর দুপুর ১২ টা থেকে ১২.৩০ পর্যন্ত দুপুরের তপ্ত রোদে ট্রাফিকের দায়িত্ব পালন করেন পাশাপাশি রাস্তায় চলমান যানবাহন চালকদের সচেতনতামূলক উপদেশ প্রদান করেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান উত্তর বিলাসপুরের ট্রাফিকজ্যামের কারনে সাধারণ জনগণসহ চাকুরীজীবি শ্রেণি, স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের প্রতিদিন মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই ভোগান্তি থেকে প্রতিকার চান নগর বাসী।