ঝিনাইগাতীতে জারি গান জমেলা সুন্দরী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভালুকা ১ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ও মেসার্স ইলিয়াস এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা ইলিয়াস সরকারের সার্বিক সহযোগিতায় উপজেলার নলকুড়া ইউনিয়ন উত্তর ভালুকা গ্রামে জারি গান “জমেলা সুন্দরী” আয়োজন করা হয়।
একসময়
আবহমান গ্রাম বাংলায় জারি গানের আসর ছিল বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে, আধুনিকতার ছোঁয়াতে হারিয়ে যেতে বসেছে গ্রামের মানুষের আনন্দের অন্যতম অনুষঙ্গ জারি গান উৎসুক প্রবীণদের কাছে জানা গেছে প্রায় ২৫/৩০ বছর আগে শীতের রাতগুলীতে গ্রামগঞ্জে দেখা যেত পালাগান,জারি গান,নাটক, যাত্রাপালা ও বাউল গানের আসর।
দেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে নাট্যগোষ্ঠী অথবা বিভিন্ন বাউল শিল্পীরা অংশগ্রহণ করতেন গ্রাম বাংলার এসব অনুষ্ঠানে। আর উপভোগ করতে দেখা যেত হাজারও মানুষ। জারি গানে পুরোনো দিনের সাংস্কৃতিক তুলে ধরায় নারী পুরুষ সম্মিলিত লোকজনের উপস্থিতি ছিল ভরপুর।পরিচালনায় ছিলেন মো: শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: বাবুল মিয়া, জারি গান পরিচালনা কমিটির সভাপতি মো: শহিজল হক,সহ সভাপতি সিদ্দিক মিয়া,গানের মালিক মিজানুর রহমান, ম্যানেজার আলম মিয়া,সহকারী ম্যানেজার আল আমিন মিয়া,সেক্রেটারী মো: বায়েজিদ হাসান,ক্যাশিয়ার মো: শহিজল মিয়া,দলপতি সুজন মিয়া,অধিকারী মো: মনসুর আলী, এতে স্বাগতিক বক্তব্য রাখেন হাফেজ মাষ্টার প্রমুখ।