দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৫৮তম জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে আইসিটি দপ্তরের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
(১৮ অক্টবোর) মঙ্গলবার সকালে শেখ রাসেল জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে র্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা অডিটিরিয়াম হল রুমে আলোচনার মধ্যে দিয়ে সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর সার্কেল একে এম ওহেদুন্নবী প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে চিত্ত রঞ্জন পাহান, হুমায়ুন কবীর বাদশা, আবুল কালাম আজাদ, ইউএইচও ডা. শ্যামল কুমার রায়, নির্বাচন অফিসার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আ: সালাম প্রমুখ।
প্রধান অতিথী শিবলী সাদিক এমপি বলেন শেখ রাসেল বঙ্গবন্ধুর ৫ সন্তানের মধ্যে অন্যতম ছিলেন। পিতা হিসাবে তার প্রতি অঘাত ভালোবাসা ও স্নেহ করতেন। তার জন্মদিনে তার আদর্শগুলোকে অনুসরন করলেই আমাদের আগামী প্রজন্মের জন্য পাথেহ হবে।