মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে মোতাহার হোসেন মোল্লার বিজয় | সময়ের দেশ

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

সোমবার অনুষ্ঠিত গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীগ সমর্থিত মোতাহার হোসেন মোল্লা প্রতিদ্বন্ধী প্রার্থী জয়ী হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট চলে। বিকেল সাড়ে ৫ টার সময় বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসারা ও জেলা প্রশাসক আনিসুর রহমান এবং সহকারি রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ যৌথভাবে ও ফলাফল ঘোষণা করেছেন। চেয়ারম্যান পদে আরো দুইজন যথা স্বতন্ত্রপ্রার্থী এসএম মোকছেল আলম ও মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ফলাফলে মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৩৩০ ভোট, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী এসএম মোকছেল আলম (আনারস) ২৯৪ ভোট পেয়েছেন।

অপর প্রার্থী মো. সামসুদ্দিন খন্দকার পেয়েছেন (চশমা) ৩ ভোট। ৬৩৬ ভোটারের মধ্যে ৬২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের মধ্যে এক জনের ভোট বাতিল হয়েছে। নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম’এর মাধ্যমে দুপুর ২টার মধ্যে এ সংখ্যক ভোট গ্রহণ সম্পন্ন হলেও ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৫টার দিকে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে সহকারি রিটানিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, এবার গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২০জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান, ৫জন সাধারণ সদস্য এবং ২জন নারী (সংরক্ষিত) সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন- সংরক্ষিত আসন-১ এ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদা ইয়াসমিন। তার নিটতম প্রতিদ্বন্ধী রশিদা খন্দকার পেয়েছেন ১০৫ ভোট সংরক্ষিত আসন-২ এ ২৩৯ ভোট পেয়ে উম্মে কুলসুম শিল্পী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তাসলিমা রহমান পেয়েছেন ৬৪ ভোট।

সাধারন সদস্য ওয়ার্ড ১ এ সদস্য পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। সাধারন সদস্য ওয়ার্ড ২ এ সাধারন সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৭ ভোট। সাধারন সদস্য ওয়ার্ড ৩ এ সাধারন সদস্য পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী শহীদুল্লাহ সরকার পেয়েছেন ৩৮ ভোট। সাধারন সদস্য ওয়ার্ড ৪ এ সাধারন সদস্য পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইমান উল্লাহ শেখ পেয়েছেন ৪৭ ভোট। সাধারন সদস্য ওয়ার্ড ৫ এ সাধারন সদস্য পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বেনজির আহমেদ পেয়েছেন ৪৮ ভোট।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102