গাজীপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে কাউন্সিলর ও স্থানীয় এলাকাবাসীর সাথে গাজীপুর মহানগর পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাবেদ আলী (জবে) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা অফিসার্স ইনচার্জ মোঃজিয়াউল ইসলাম , সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রিফাত,২৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ২৭ নং ওয়ার্ড বাইতুল ওমর মসজিদ এর ইমাম হাফেজ মোঃসাগর।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃজাহাঙ্গীর মোল্লা, মোঃসাত্তার মিয়া, জশিম উদ্দিন,চানমিয়া, কাউন্সিলর জাবেদ আলী জবে সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ। কাউন্সিলর জাবেদ আলী বলেন ইতিপূর্বে নিজ এলাকা মাদক ও সন্ত্রাস নির্মূলে এলাকাবাসীকে নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এলাকা মাদক মুক্ত করতে চিন্হিত মাদক ব্যাবসায়ীদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন মাদক নির্মূলে কাজ করতে গিয়ে তার নিজ পুত্রকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। তবুও তিনি নিজ এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। মাদক ও সন্ত্রাস নির্মূলে গাজীপুর সদর মেট্রো থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন, মাদক সন্ত্রাস নির্মূলে স্থানীয় এলাকাবাসী ও কাউন্সিলরের সহযোগিতা করার আহবান জানান যাতে করে তাঁর দায়িত্বপূর্ন এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে সার্বিকভাবে কাজ করতে পারনেন। এমনকি ইভটিজিং এর বিরুদ্ধে এলাকাবাসীকে সচেতন করতে এবং বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া যেকোন সহযোগিতা পেতে সরাসরি অফিসার্স ইনচার্জকে ফোন করতে এলাকাবাসীকে অনুরোধ করেন।