“‘দুর্যোগে আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার সোহরাব হোসেনের নেতৃত্বে ভূমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, জাকিরুল ইসলাম ও মাসুদ রানা, ফায়ার সার্ভিস সহকারী স্টেশন মাস্টার আঃ আজিজ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।