আসন্ন শেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আওয়ামী লীগ মনোনিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এডভোকেট চন্দন কুমার পালের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধানশাইল ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়। ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, আওয়ামী লীগ নেতা আমিরুজ্জান লেবু, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী ফর্শা, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাংশা ইউনিয়ন পরিষদ, নলকুড়া ইউনিয়ন পরিষদও গৌরিপুর ইউনিয়ন পরিষদে পৃথকভাবে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।