বাংলাদেশ সাংবাদিক জোট নীলফামারী জেলা শাখার সহযোগিতায় বাঙালি উচ্চ বিদ্যালয় আয়োজনে সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল মাদক,সন্ত্রাস,জঙ্গি,বাল্যবিবাহ, ইভটিজিং,নারী নির্যাতন, যৌতুক এই অনুষ্ঠানের সভাপতি তো দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাজমুল ইসলাম; প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রোকসানা জামান সানু সাংবাদিক এবং লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোট নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব মাসুদুর রহমান লেলিন সাধারণ সম্পাদক জনাব আজাদ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা ও দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আহমেদও জনাব জুয়েল আহমেদ এই অনুষ্ঠানে বক্তাদের তাদের কথার মধ্যে দেশের যেভাবে মহামারী আকারে সন্ত্রাস ও ইভটিজিং ছড়িয়ে পড়েছে তার পারিপার্শ্বিকতা তুলে ধরেছে মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছে এই স্কুলের প্রধান শিক্ষক এবং অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে এই স্কুলের সমস্যা গুলো সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সাংবাদিক জোট এবং সহ বিভিন্ন সামাজিক সংস্থা এবং পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক দপ্তর গুলোকে এই সচেতনতামূলক কার্যক্রমে প্রেক্ষিতে এসব কিছু নজরদারি সহ শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে শেষ বক্তব্য জনাবা রোকসানা জামান শানু তার বক্তব্যে নারীদের অধিকার এবং নারীদের বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতনের বিষয়ে গঠনমূলক কিছু বক্তব্য পেশ করেন এবং তাদেরকে আশ্বাস করেন যে বাংলাদেশ সাংবাদিক জোট সব সময় আপনাদের পাশে থাকবে বলে এ বক্তব্য পেশ করেন।