গাজীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোরশেদ প্রিন্স ( ৫৬) এর জানাজা নামাজ আজ দুপুর ২.৩০ মিনিটে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য : গাজীপুর বারের এই বিজ্ঞ আইনজীবী বিএনপি সমর্থিত প্যানেলে ৩ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজ মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ভোর ৪:৩০ মিনিটে গাজীপুর শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা সাভাজপুর গ্রামে তিনি ১৯৬৬ সালের ১৪ই এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ৩১ আগস্ট ১৯৯৬ সালে আইন পেশার সনদ লাভ করেন।
আইন পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ রেলকিসের সোসাইটি, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সময়ের দেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।