শেরপুরের ঝিনাইগাতীতে মীনা দিবস পালিত হয়েছে। “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নুরুন নবীর সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, এসআই রুবেল আহম্মেদ প্রমূখ । আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ গ্রহন করেন।