মা হাসপাতালে ভর্তি ছিল ৪র্থ সন্তান জন্ম দিয়ে আর অন্য দিকে ৩য় সন্তান ডোবার পানিতে ডুবে মৃত্যু।
এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে শেরপুরের নকলা পৌরসভার ৪ নং জালালপুর ওয়ার্ডে। আজ সকাল ১০ টা সময় আইয়ুব আলী র দেড় বছরের মেয়ে আফছিয়া বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে মৃত্যু বরন করে । পরিবারের লোকজন ডোবা থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্য রত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন জানান, আজ সকালে ট্রলি চালক আইয়ুব আলীর দেড় বছরের মেয়ে আফছিয়া বাড়ির পাশে বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু বরন করেন আর অন্য দিকে শিশুটির মা শেরপুর জেলায় একটি ক্লিনিকে ৩ দিন আগে চতুর্থ সন্তান জন্ম দিয়েছে।
পরিবার ও স্থানীয় এলাকাবাসী মধ্যে চলছে শোকের মাতম।