শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ সম্প্রদায়ের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইয়থ এ্যাম্বাস্যাডরস্ ফর চেঞ্জ (ওয়াই এসি)
আদিবাসী কোচ সম্প্রদায়ের যুবক যুবতীদের ভাষা সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -৩ (ঝিনাইগাতী -শ্রীবরদী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণেলিউস টুডু, কান্ট্রি ডিরেক্টর এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিঃ নবেস খকসী, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিঃ প্রাঞ্জল এম সাংমা প্রমুখ। এ সম্মেলনে মধুপুর, নালিতাবাড়ী, শ্রীবরদীও ঝিনাইগাতী উপজেলার কয়েকশত কোচ সম্প্রদায়ের যুবক যুবতী অংশ গ্রহন করেন। পরে কোচ সম্প্রদায়ের নারী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।