গাজীপুর কাপাসিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে, সম্পাদক রাজীব ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ সহ উপজেলার ১১ ইউনিয়ন থেকে আগত যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত অনেকেই।
এসময় উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।