শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে সদর বাজারের ধানহাটি মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি, শেরপুর – ৩( ঝিনাইগাতী -শ্রীবরদী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হয়রত আলী।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দস সালামের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আওয়াল চৌধুরী যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। এ সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।