শেরপুরের নালিতাবাড়ীত দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় তৈরি হচ্ছে নানা প্রকার ঝামেলা।
এদিকে সারাদিনের কাজকর্ম করার পরো লোডশেডিং এর কারণে রাতে ঘুমাতে পারছেন না এই এলাকার কর্মজীবী মানুষ।
স্থানীয়দের তথ্য মতে,
সরকারের নির্দেশনা অনুযায়ী লোডশেডিং হবার কথা থাকলেও
নালিতাবাড়ীতে নিয়ম মেনে লোডশেডিং দেয়া হচ্ছে না।
এতে আমাদের কর্মজীবী মানুষের যেমন সমস্যা হচ্ছে তেমনি বাচ্চাদের পড়াশোনা করতে সমস্যা হচ্ছে।
এমন সমস্যা চলতে থাকলে এলাকার অর্থনৈতিক অগ্রগতি যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন একিসাথে সকল সেক্টরে এর প্রভাব পড়তে শুরু করেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে জানায় যে, তারা সরকারি নির্দেশনা মেনেই লোডশেডিং দিচ্ছেন। আর অতি স্বল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে তিনি আমাদের আশ্বস্ত করেন।