শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে আল্লাহু-মুহাম্মদ খচিত নির্মিত ক্যালিওগ্রাফির শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ আগষ্ট বুধবার দুপুরে ক্যালিওগ্রাফিরটির শুভ উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো. হুমায়ুন কবীর রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ, মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।