দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও তার চাচা সমাজ সেবক দেলোয়ার হোসেনসহ পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক শত্রুরা আদিবাসী জনগোষ্ঠিকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এবং সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ, সহযোগি সংগঠন ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাসহ এলাকার নারী-পুরুষরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিরামপুর পৌর শহরে (ঢাকা মোড়) উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ৪ উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, মটর শ্রমিক ইউনিয়ন বিরামপুর স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মুকুল সরকার,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম মানিক মেহেদী হাসান আব্দুর রহমান প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, এমপি শিবলী সাদিকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা দল ও জনগণের কাছে তাকে হেয় করার হীন মানসেই নানামূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা কিছু নিরীহ আদিবাসী মানুষকে ব্যবহার করে পরিকল্পিত ভাবে বানোয়াট সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশ করেছে। বক্তারা ঐ বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।