মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

মাভাবিপ্রবি’র শিক্ষক জিয়াউর রহমানের অস্ট্রেলিয়ায় গবেষণা এ্যাওয়ার্ড লাভ | সময়ের দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার রয়েল মেলবোর্ন ইন্সটিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) বিশ্ববিদ্যালয়ে গবেষনারত বাংলাদেশী গবেষক জিয়াউর রহমান সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন টেকনোলজীতে গবেষনা এবং স্টুডেন্ট কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক Higher Degree by Research (HDR) পুরস্কার অর্জন করেছেন।

অতি সম্প্রতি উক্ত বিশ্ববিদ্যালয়ের School of Computing Technologies -র ডীন Professor Karin Verspoor (প্রফেসর কারিন ভারসপুর), মেলবোর্ন সেন্ট্রাল এ অবস্থিত State Library of Victoria এর Village Roadshow Theatrette এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জিয়াউর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ সময় RMIT University এর deputy Vice-chancellor, Professor Ange Carbone (প্রফেসর এ্যানজি কার্বন), School of Engineering এর ডীন Distinguished Professor Adrian Mouritz (প্রফেসর অ্যাডরিয়ান মওরিটজ) উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান, সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন টেকনোলজী নিয়ে গবেষনা করছেন। তার গবেষণাকর্ম কম্পিউটার নেটওয়ার্ক ও কমিউনিকেশন বিভাগে আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

জিয়াউর রহমানের কো-সুপারভাইজার প্রফেসর ড. ইব্রাহিম খলিল তাঁর ছাত্রের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন- RMIT University প্রতি বছর গবেষণা ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রাখছেন, তাঁদেরকে উৎসাহ প্রদান করে সম্মান সূচক Higher Degree by Research Award প্রদান করে থাকে।

এ বছর আমার PhD Student জিয়াউর রহমান এ পুরস্কার পাওয়ায় আমি ও আমার ল্যাবের সবাই খুবই আনন্দিত। বর্তমানে আমার Cyber Security ল্যাবে যারা ভালো কাজ করছেন, জিয়াউর রহমান তাদের মধ্যে অন্যতম ।

সে Permisioned Blockchain Technology দিয়ে প্রচলিত Certificate Authority ছাড়াই AI-enabled Large-scale IoT System secure করার কাজ করছে। ইতিমধ্যে তার Research Articles খুব ভালো জার্নালে প্রকাশিত হয়েছে। আমি আশা করি, সে আরো ভালো করবে।

জিয়াউর রহমান তার এ অর্জন কে দেশের মানুষের জন্য উৎসর্গ করে বলেন- “আলহামদুলিল্লাহ, RMIT University কে ধন্যবাদ আমার গবেষণা ও Student Community তে আমার কাজের স্বীকৃতি প্রদানের জন্য। আমি আমার Supervisor, সহকর্মী, পরিবার সবার কাছে কৃতজ্ঞ। দেশ ও দেশের মানুষকে খুব বেশী অনুভব করি।

তাই এখানে আমাদের যে কোন অর্জন, সেটা দেশের সবার। যেকোন গবেষনায় উপযুক্ত সুপারভিশন এর পাশাপাশি সময়, মনোযোগ, পরিশ্রম খুবই দরকার। সবার কাছে, সব সময় দোয়া কামনা করি।

এর পূর্বে, জিয়াউর রহমান, চায়নার শেনইয়াং থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক শ্রেনীতে প্রথম স্থান অধিকার করেন, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিী থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন।

জিয়াউর রহমান, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক (আপগ্রেডেশন ও শিক্ষাছুটি) হিসেবে নিয়োজিত থেকে বর্তমানে অস্ট্রেলিয়াতে সাইবার সিকুউরিটি নিয়ে উচ্চতর গবেষণা করছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102