রাজশাহী’ জেলার পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সনাতন চক্রবর্তী (ক্রাইম & অপস), রাজশাহী’র সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ, ওসি কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১-আগস্ট তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামে অভিযান পরিচালনা করেন এস,আই (নিঃ) পলাশ খান সঙ্গীয় অফিসার ও ফোর্স, এ সময় ১৪৫ (একশত পয়তাল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আসামী শ্রীমতি জুলিতা সরেন (৫১) স্বামীঃ রমেশ টুডু, ও শ্রীমতি রোকসানা টুডু (২৪), স্বামী শ্রী দরজেনা টুডু , উভয় সাং – নবনবী (তিন তারাপাড়া) , থানা- তানোর, জেলা -রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেনঃ এই সংক্রান্ত তানোর থানার মামলা নং-০২, তারিখ- ০১/০৮/২০২২ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ২৪ (গ) / ৪১ রুজুকরা হয়েছে।
গ্রেফতারকৃত ০২ (দুই) জন নারী আসামীকে অদ্য ০১/০৮/২০২২ ইং তারিখ বিজ্ঞ-আদালতে সোপর্দ্দ করা হয়েছে।