নকলা চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের পাশাপাশি শেরপুর-২ নকলা নালিতাবাড়ীর এমপি বেগম মতিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী ও সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে শেরপুরের নকলায় গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ জুলাই বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত গৌড়দ্বার হাই স্কুল মাঠে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সরকার বাবু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং প্রধান বক্তা হিসেবে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার, জাতীয় শ্রমিক লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সূত্রধর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন খান দুলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মোঃ জাহাঈীর রউফ শিবলু কে সভাপতি এবং নাঈম আহসান রাজিবকে সাধারন সম্পাদক করে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার শর্তে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলো সহ সভাপতি সুমন মিয়া ও বাবু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সিজান এবং মোঃ শরিফুল ইসলাম শুভ।