নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন নীলফামারীর সৈয়দপুরকে এই অঞ্চলের সিঙ্গাপুর বানানো সম্ভব। এ জন্য সৈয়দপুরকে ঢেলে সাজাতে হবে। কারণ সৈয়দপুর হল আটটি জেলার প্রবেশদ্বার। এই আটটি জেলার মানুষেরা সৈয়দপুর হয়ে যাতায়াত করে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশাসনের কর্মকতা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, আমি এ বিভাগের দায়িত্বে আসার আগেই সৈয়দপুর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জেনে এসেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করতে বর্তমানে যে বাধা রয়েছে, দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগিনির্মাণে জনবল সংকটসহ যে সকল সমস্যা রয়েছে তা দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, সব সমস্যা ঢাকা বা কেন্দ্রীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, যানজট, শহররক্ষা বাধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি এ অঞ্চলের রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনধিদে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।