শনিবার ৩০ জুলাই দুপুরে পকচুকাটা ও চাঁদেরহাট নামক স্থানে পৃথক ভাবে এই ঘটনা ঘটে। এ সময় আরও দুই কৃষক আহত হয়। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)। এ সময় জমিতে হাল দেয়ার সময় পাওয়ার ট্রলির দুই চালক আলম ও রশিদ আহত হয়।
স্থানীয়রা জানায় দুপুরে দিকে বৃষ্টি হচ্ছিল। পৃথক স্থানে তাঁরা বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপনের জন্য জমিতে হাল দিচ্ছিল ও সেচের জন্য নালা তৈরী করছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়।
নীলফামারী থানার ওসি আব্দুর রউপ ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান খবর পেয়ে স্থানীয়দের সহয়তায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।