বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এক হাজার গাছের চারা বিতরণ করেছে গাজীপুর মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার ২৮ জুলাই দুপুরে পেড়াবাড়ী শাহ সূফী ফছিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষার্থী সহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
পরে নেতাকর্মীদের নিয়ে স্কুল মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল,আমান উদ্দিন সরকার কাইয়ুম সরকার ডাঃ এ বি এম কাশেম, রাজিবুল হাসান দেলোয়ার হোসেন দেলু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ সরকার।
এসময় যুবলীগ গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অক্সিজেন ও অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তা ও বাড়ির পাশের খোলা জায়গায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হবে।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা আবুল বাসার, আফজাল হোসেন সরকার পাপেল, বাসন থানা যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, ২৩ নং ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেনমসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।