আজ বুধবার ২৭ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স বিহীন করাতকল (স’মিল) চালু রাখার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫টি করাতকল (স’মিল) কে সিলগালা করা হয় এবং সিলগালাকৃত করাতকল সমূহ হতে সর্বমোট ৫০ ঘনফুট কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও যন্ত্রপাতিসমূহ মাদার্শা রেঞ্জ অফিসার জনাব মোহাম্মদ মামুন কে বুঝিয়ে দেওয়া হয়। সিলগালাকৃত করাতকল সমূহ হল সাতকানিয়া পৌরসভার ডলু ব্রিজ সংলগ্ন জাফর স’মিল ও ফরিদ স’মিল, এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারের দেলোয়ার স’মিল, সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলা বাজারের শুক্কুর স’মিল ও মোহিম স’মিল। এছাড়া লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী সাতকানিয়া পৌরসভার ডলু ব্রিজ সংলগ্ন এলাকায় ২টি দোকানে মোট ৪,০০০ টাকা, সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলা বাজারের ২ টি দোকানে মোট ৭,০০০ টাকা এবং জনসমাগম স্থানে ধুমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ২ জন ব্যক্তিকে মোট ৪০০টাকা জরিমানা করা হয়। মোট ৬ টি মামলায় সর্বমোট ১১,৪০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে মাদার্শা রেঞ্জ অফিসার জনাব মোহাম্মদ মামুন ও রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।