নগরীর চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মৃত হাজী বাদশা মিয়ার ছেলে সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাব উদ্দিন (৫০) তার বাড়ীর সামনে শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে সড়ক ও জনপথের (সওজ) বিএস ২৪,২৫,২৬ ও ২৭ নং দাগের প্রায় ৪৬ শতক জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করছেন গাড়ির ওজন মাপার কম্পিউটার স্কেল। সরকারী জায়গাতে ওজন স্কেল নির্মাণ করতে সড়ক ও জনপদ (সওজ) থেকে কোন প্রকার লীজ নেওয়া হয়নি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে মাটি ভরাট করে জায়গা দখল করে স্থানীয় আ.লীগ নেতা দলীয় প্রভাব খাটিয়ে শাহাব উদ্দিন নির্মাণ করেছে এই ওজন স্কেলটি। এছাড়া নির্মাণাধীন ওজন স্কেলের পাশে সরকারী প্রায় ৮ কোটি টাকার জায়গা দখল করে গড়ে তুলেছেন বিশাল ট্রাক ডিপো।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ এপ্রিল সড়ক ও জনপদের জায়গা দখল করে সেখানে থাকা একটি পুকুর ভরাট করার সময় তৎকালীন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমদ এর জিম্মায় দেওয়া হয়। এবং পুকুর ভরাটের কাজ বন্ধ করার আদেশ দেন। এরপর পুকুর ভরাট কাজ বন্ধ হলেও কিছুদিন পর সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর মোঃ সাহাব উদ্দিন আবারো ঐ সরকারী জায়গা দখলে নিয়ে এবং পুকুরটি ভরাট করে গড়ে তোলেন বিশাল ট্রাক টার্মিনাল। বর্তমানে তার দক্ষিণ পাশে থাকা সড়ক ও জনপদের জায়গাটা রাতের আঁধারে দখল করে মাটি ভরাট করে সেখানে নির্মাণ করছেন গাড়ির ওজন মাপা স্কেল। এই অবৈধ স্হাপনাগুলোর পাশেই রয়েছে শীতলপুর সরকারী প্রাইমারী স্কুলও শীতলপুর উচ্চ বিদ্যালয়, শীতলপুর সুন্নিয়া মাদরাসা।ট্রাক, কাভার্ডভ্যান এসব অবৈধ প্রতিষ্ঠানে প্রবেশ বাহির হতে ঘটে যেতে পারে দূর্ঘটনা প্রাণহানী।
এব্যাপারে সড়ক ও জনপদের চট্রগ্রাম ও সীতাকুণ্ডের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী রোকন উদ্দিন ও পিন্টু চাকমা সাথে কথা বললে সরকারি জায়গায় অবৈধ ট্রাক টার্মিনাল ওজন স্ক্যাল কিভাবে স্হাপিত হচ্ছে জানতে চাইলে উনারা জানান এই বিষয়ে কোনো অভিযোগ তাদের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেয়া হবে।
তবে নাম প্রকাশে এক করনিক জানায়,সাহাবউদ্দিন কে কোন অনুমোদন দেয়া হয়নি,সে অনেকবার চেষ্টা করেছে একটা লিখিত অনুমোদন পাওয়ার জন্য,এখন সে ক্ষমতার বলেই নির্মান করছে ওজন স্ক্যাল,ট্রাক টার্মিনাল।এব্যাপারে আওয়ামীলীগ নেতার সাথে আলাপকালে প্রতিবেদককে জানায়,জায়গাটি সড়ক ও জনপদের হলেও তার দখলীয় জায়গা খালী পড়ে আছে তাই কিছু একটা করছি।