শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আকাশ রায় নামের এক ব্যক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গাজীপুর মহানগর প্রেসক্লাবের স্মরণিকা “অন্বেষা”র মোড়ক উন্মোচন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত  বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি, থানায় অভিযোগ ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ঝিনাইগাতীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ | সময়ের দেশ

মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে মালিঝি নদীর ড্যাইনেরপাড় সেতু বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত সেতুটি সংস্কার না করায় সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। গত ৯ জুন পাহাড়ি ঢলের পানির তোড়ে এ সেতুটি বিধ্বস্ত হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে ৬ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন মালিঝি নদীর ড্যাইনের পাড়ে একটি সেতু নির্মানের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এ বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদন ও করা হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

নয়াপাড়া, টাঙ্গারীপাড়া,বাইতেগাঁও, হাসলিগাঁও, কুরুলিয়া কান্দা ও ড্যাইনেরপাড়সহ ৬ গ্রামের শতশত মানুষ এ নদী পারি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু একটি সেতু অভাবে শতশত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ড্যাইনেরপাড় গ্রামের হামিদ মিয়া বলেন ৬ গ্রামের মানুষের দুর্ভোগ লাগবে স্থানীয় প্রশাসন গত বছর একটি কাঠের সেতু নির্মাণ করে। এ সেতুর উপর দিয়ে দিনেরাতে চলাচল করে আসছিল স্থানীয়রা। গত ৯ জুন পাহাড়ি ঢলের পানির তোড়ে সেতুটি বিধ্বস্ত হয়। এতে এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।

নয়াপাড়া গ্রামের আনছার আলী বলেন সেতুটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরলে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা আর চালু করার কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েকটি গ্রামের মানুষ।

পথচারী মোঃ হাবেজ আলী ও মোহাম্মদ আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে গত প্রায় দুই মাসেও বিধ্বস্ত সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। এতে তারা উক্ত বিধ্বস্ত সেতুর পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে আসছেন তারা । তবে কোমলমতি শিশু কিশোররা এ সাঁকোতে পারাপার হতে পারে না। এলাকায় উৎপাদিত কৃষি পন্য ও গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন কৃষকেরা।

এবিষয়ে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন,এখানে একটি সেতু নির্মান জরুরি হয়ে পরেছে । সেতুটি নির্মাণ করা হলে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ লাগব হবে। তিনি জরুরি ভিত্তিতে বিধ্বস্ত সেতুটি সংস্কারের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102