গাজীপুর কাপাসিয়ায় গাছ সংক্রান্ত বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ। রোববার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর হাজী মার্কেটের ফরিদ মিয়ার বাড়িতে ঘটেছে এ ঘটনা। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফরিদ মিয়ার নিজের পৈতৃক জমিতে কাঁঠাল গাছের কাঁঠাল নিজে পনেরো বছর যাবত ভোগ করে আসছেন সেই সুবাদে ফরিদ পরিবারের অর্থনৈতিক মন্দার কারণে গাছটি অন্যত্র ১০ হাজার ৫শ টাকায় বিক্রি করে দেন। কিন্তু ফরিদের বড় ভাই রজব আলী ও তার ছেলে শরিফ মিন্টু গাছটি নিজের বলে বিক্রিতে বাঁধা প্রদান করেন। ছোট ভাই ফরিদ মিয়া বাঁধা প্রদানের কারণ জানতে চাইলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিলে ডাক চিৎকারে তার স্ত্রী ও ছোট ছেলে আসলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে রজব আলী ও সন্ত্রাসী শরিফ মিন্টুর চাপাতির কোপে সুরাইয়া খানম ও তার ছেলে ১০ম শ্রেণির ছাত্র মোয়াবিয়া শাকিলকে মাথায় জখম করিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সময়ের দেশকে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।