গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সহযোদ্ধা সিনিয়র সাংবাদিক মো. নূরুল আমীন( ৬২) আর নেই। তিনি গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা এলাকার দিঘিরচালা গ্রামে নিজ বাড়িতে রবিবার দিবাগত রাত ৮টার সময় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
মরহুম সাংবাদিক মোঃ নুরুল আমিন দৈনিক দেশবাংলা, দৈনিক শক্তি, সকালের খবর, আজকের জনতা, গণমুখ, নিউজ এজেন্সি সহ বিভিন্ন পএিকায় কাজ করেছেন। তিনি ‘ডে-নাইট ডটকম’ নামক একটি অনলাইন নিউজ পোর্টাল চালাতেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে (এডভোকেট) ১ মেয়ে, নাতি -নাতনি , অসংখ্য আত্মাীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১০টায় গাজীপুর শহরের চান্দনা দিঘিরচালা কেন্দ্রীয় মসজিদ চত্বরে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
বিগত ১৯৮৯- ৯০ সালে পেশাগত কাজে সাংবাদিক মোঃ নুরুল আমিন ভাইয়ের সাথে পরিচয়। তিনি গাজীপুর প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য এবং কার্য্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও সদসস্য ছিলেন। দুই/আড়াই যুগের মধ্যে পেশাগত কাজে তথ্য আদান-প্রদানে সহযোদ্ধা নুরুল আমিনের সংঙ্গে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিলো। তাঁর সংঙ্গী হয়ে ঢাকায় দৈনিক দেশবাংলা, সকালের খবর, খবর পত্র ও ডে-নইট অনলাইন পোর্টল অফিসে গিয়েছি। তাছাড়া চান্দনা দিঘিরচালা তাঁর নিজ বাড়িতে পেশাগত কাজে যাতায়াত করিতাম ও বেড়াতাম। আমার প্রিয় সাংবাদিক নুরুল আমিন একজন ভালো মানুষ ছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নকিব করেন।
।। আমিন ।।
সময়ের দেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রিপোর্ট: এম আব্দুল লতিফ সিদ্দিকী,
গাজীপুর প্রতিনিধি
সময়ের দেশ।
২৫ জুলাই ২০২২