ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ২৬ হাজার ২২৯ টি জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আজ ২১ শে জুলাই বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদের হল রুমে এই গৃহহীন ও ভুমি হীন ২৯ টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন এবং অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতা করার জন্য এই গৃহহীন ও ভুমি হীন পরিবারের মাঝে ঘর বিতরণের কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন ,নকলা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট সিহাবুল আরিফ , নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম মোস্তাফা ,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান,নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা,দপ্তর সম্পাদক খলিলুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার।
আজকের এই গৃহহীন ও ভুমি হীন পরিবারের মাঝে ঘর বিতরণের অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী প্রকৌশলী আরেফিন পারভেজ , নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ,নকলা উপজেলা ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মকবুল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দা সানজিদা আফরিন,উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, নকলা উপজেলা বি এ ডি সি অফিসার ,উপজেলা মৎস অফিসার অনিক সরকার, সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ।
আজকের এই গৃহহীন ও ভুমি হীন পরিবারের মাঝে ঘর বিতরণের অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপকারী ভুগী পরিবারের সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।