রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির ২০২২-২০২৩ রোটারি বছরে জন্য নির্বাচিত নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড.তাহমিনা খান ও সেক্রেটারি রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহরস্থ গ্রীন ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত ক্লাবের সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন ২০২১-২০২২ সনের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. তারেক মাহমুদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. আতাউর রহমান খান।
নতুন প্রসিডেন্টের নিকট কলার হস্তান্তর ও পিন পরানোর পর ক্লাবের নতুন দুইজন সদস্যকেও পিন পরিয়ে এবং ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান ড. মো. হারুন অর রশিদ।
নতুন এক কমিটিকে বিভিন্ন মহলসহ “সময়ের দেশ” এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।