শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কাপাসিয়ায় বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহত করায় প্রেস বিজ্ঞপ্তি | সময়ের দেশ

মোঃ নোমান ইসলাম, বিরামপুর (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক ষড়যন্ত্রকারী, এমনই অভিমত ব্যক্ত করেন বিরামপুর উপজেলা কমিটির ৪০ জন।

১৬ জুলাই (শনিবার) বিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর পক্ষ সমর্থন জানিয়ে উপরোক্ত মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, যুগ্ম সাধারন সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ। সাংবাদিক সম্মেলনটিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সহসভাপতি দিলীপ কুমার কুন্ডু ও রহমত আলী চেয়ারম্যান সহ উপজেলা কমিটির ৪০ জন।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম (রাজু) বলেন, বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর ভবিষ্যতে সংগঠন বিরোধী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি পত্র ইস্যু করেন। ২১- ০৮-২০১৯ ইং সাল হতে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন খাইরুল আলম রাজু। সকল দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। পদ্মা সেতু ইসুতেও তিনি কেন্দ্র থেকে সাধারন সম্পাদকের আমন্ত্রন পত্র পেয়েছেন।
খাইরুল আলম (রাজু) আরো বলেন, এপ্রিল মাসের জেলা আওয়ামীলীগের সভায় বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে উপস্থিত থাকার পর ও ২৮-২-২০২২ ইং তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত তাকে অব্যাহতি দেয়ার পত্রটি ব্যক্তিস্বার্থ চরিতার্থ ও ষড়যন্ত্রের সামিল। তড়িঘড়ি করে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল ২১-৭-২০২২ ইং ঘোষনা একই সূত্রে গাথা।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির ৪০ জন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের ষড়য়ন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন এবং প্রহসনের কাউন্সিলের তারিখ পরিবর্তন করে আনন্দঘন পরিবেশে কাউন্সিল আয়োজনে কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় এমপি শিবলী সাদিকের সুদৃষ্টি কামনা করেছেন।
বিরামপুর আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, পূর্বেই বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ক্ষমা প্রদর্শন করে স্বপদে বহাল করে তার নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে প্রধানমন্ত্রীর আদেশকে অবজ্ঞা করে জেলা কমিটি কিভাবে সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে অব্যাহতি পত্র প্রেরণ করতে পারে যা দলীয় গঠনতন্ত্র বিরোধী।
নেতৃবৃন্দ বলেন. বর্তমান দিনাজপুর ৬- আসনের জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের দুইবারে নির্বাচিত সাংসদ শিবলী সাদিক যখন সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে তখনই একটি কুচক্রী মহল আওয়ামী লীগের গতিশীল সংগঠনকে বাধা সৃষ্টি করছে। সংগঠনের গতিশীলতার জন্য সকলে সজাগ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102