শনিবার গাজীপুর জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লাল চামার এলাকার মো. নয়া মিয়ার ছেলে মো. আনারুল ইসলাম (৩০) এবং তার ভায়রা মো. সাইদুর রহমান (৩৫)।
পুলিশ সুপার মাকছুদের বলেন, ২০১৯ সালের ৮ মার্চ রাতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন মৃণাল চন্দ্র বর্মণ (৩৫)।
পরে রাত সাড়ে ১০টার দিকে মৃণালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে জানানো হয় তার স্বামী মৃণালকে অপহরণ করা হয়েছে। সেই ফোন থেকে তার স্বামীকে ফিরে পেতে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
স্বজনদের সঙ্গে পরামর্শ করে ১৩ মার্চ এ ঘটনায় মৃণালের স্ত্রী বিথী রানী বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ মামলাটি দীর্ঘদিন তদন্ত করে এর কোনো হদিস পায়নি।
পরে আদালতের নির্দেশে পিবিআই গাজীপুরের পরিদর্শক এসএম শাকিল হাসান মামলাটি তদন্ত শুরু করেন।
আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত অপহরণ দলের সদস্য মো. আনারুল ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে জানা যায় অপহরণ চক্রের অন্যতম হোতা তার ভায়রা মো. সাইদুর রহমানকে অন্য একটি হত্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগারে বন্দি রয়েছেন। সেখানে থাকা অবস্থায় এ ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।