শেরপুরের নকলা উপজেলা পুষ্টি বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ওয়াল্ড ভিশনের সহযোগিতায় বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্ন্যান্স (BleNGS) প্রজেক্ট আয়োজিত দেশের সার্বিক পুষ্টির চাহিদা মেটাতে করনীয় সম্পর্কে আলোচনা তুলে ধরা হয়।
নকলা উপজেলা পরিষদের হলরুমে ২৬ জুন রবিবার সকাল ১১ টায় এই আলোচনা সভা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরা হয় ।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম মোস্তাফা র সভাপতিত্বে আজকের এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৮ নং চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি, নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক, পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল,উরফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক ও সরকারের বিভিন্ন দপ্তরে র কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
আজকের এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা কোন খাদ্য গ্রহণের মাধ্যমে কি পরিমাণ ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । কোন কোন খাবার না গ্রহণ করা হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে।
শিশুদের জন্য পরিবার থেকে কখন কি পরিমাণ খাদ্য গ্রহণ ও বয়স্কদের ক্ষেত্রে কি পরিমাণ খাদ্য গ্রহণ তার সাথে কোন প্রকার খাদ্য গ্রহণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি র জন্য পারিবারিক ও সামাজিক সহ সরকারের বিভিন্ন সংস্থা সহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা ।