কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে দা হাতে উত্তেজিত যুবককে সঙ্গীসহ গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
বুধবার দুপুরে দা হাতে সেই যুবক এক শিক্ষার্থীর উপর আক্রমণে উদ্যত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কাপাসিয়ার সর্বস্ত্মরের জনগণ তার দৃষ্টান্ত্মমূলক শাস্তি দাবি করেন। তারা হলো কাপাসিয়া বাসস্ট্যান্ড কুলুপাড়া এলাকার নাসির খানের ছেলে শুভ খান (২৪) ও মোঃ হাসানের ছেলে মো. মোন্না (২৫)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুটি দা উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে শুভ খান উত্তেজিত হয়ে দা হাতে ছুটাছুটি করতে থাকে। এ সময় স্কুলের এক শিক্ষার্থী কে থাপ্পর মারে সে। টিফিন বিরতি চলাকালে স্কুলের মূল ফটক দিয়ে বের হওয়া শিক্ষার্থীরা এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মূহুর্তের মাঝেই শুভ খান ও মো. মুন্নার এমন সহিংস আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদ ও নিন্দার তীব্র ঝড় উঠে। পরে থানা পুলিশ দ্রুত বিষয়টিকে আমলে নিয়ে ওই রাতেই তাদের গ্রেফতার করে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্যা পাওয়া গেছে। তারা মাদক সেবন ও বিক্রির সাথেও জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।