ব্যাংক লোনের সুদের টাকা মওকুফ চান বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লেগে পুড়ে যাওয়া মেসার্স শিখা এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেন।
সরেজমিন জানা যায়, বিগত ২০১৬ সালের জানুয়ারি মাসে গাজীপুর মহানগরের কোনাবাড়ি নিউ মার্কেটে মধ্যরাতে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লেগে মেসার্স শিখা এন্টারপ্রাইজ এর প্রায় ৪০লক্ষ টাকার পন্য আগুনে পুড়ে যায়, এতে মালিক আবুল হোসেন আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন এবং তার ব্যবসায় লোকসান হতে থাকে, ফলে তিনি ব্যাংকের লোনের কিস্তি ঠিক মত পরিশোধ করতে পারেনি।
মেসার্স শিখা এন্টারপ্রাইজ মালিক আবুল হোসেন জানান,
মহামারী করোনার কারনে ২ বছর যাবত ব্যবসায় ধস নামতে থাকে ফলে ঠিকমত কিস্তি দেওয়া সম্ভব হয়নি, তারপর ও যতদুর সম্বভ কিস্তি দিয়েছি, যেহেতু আগুনে পুড়ে যাবার পর থেকে আজ পর্যন্ত কোন আর্থিক সাহায্য সহযোগিতা পাইনি, সেহেতু সংসার চালিয়ে ক্ষতি কাটিয়ে উঠা কোন ভাবেই সম্বভ হয়নি, তারপর ও ব্যাকের লোনের টাকা সাধ্যমত কিস্তি প্রদান করেছি, কিন্তু এতে ব্যাংক সন্তুষ্ট না হয়ে আমার বিরুদ্ধে মামলা করে মামলা (নং ৮৮৯/২০১৭ ) এতে আমি বিগত রনজান মাসে গ্রেফতার হই এবং কারা ভোগের পর জামিনে মুক্ত হই।
তিনি আরো বলেন, আমি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত একজন দোকান মালিক, বর্তমানে সহায় সহায় সম্বলহীন অসহায় একজন মানুষ, বর্তমান পরিস্থিতিতে আমার কিছুই নেই।
তাই বিষয়টি বিবেচনা করে ব্যাংক কতৃপক্ষ সুদের টাকা মওকুফের আকুল আবেদন জানান তিনি।