সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কাপাসিয়ায় বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে কার পিকআপ শ্রমিক অফিসে হামলা, ভাংচুর ও টাকা লুট, যুবক আটক | সময়ের দেশ

মোঃ ফিরোজ আহমেদ, সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিনিধি :ধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর মোটর শ্রমিক ইউনিয়নের কার, পিকআপ, মাইক্রোবাস উপকমিটির অফিসে সন্ত্রাসী হামলা করে ভাঙ্চুর, মারপিট ও অর্থ লুটের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত এক মাইক্রোবাস চালক হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন এবং পুলিশ এক যুবককে আটক করেছে।

সোমবার (২০ জুন) রাত ১০ টায় সংঘটিত এই ঘটনায় সৈয়দপুর থানায় মঙ্গলবার (২১ জুন) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এতে আটক যুবক রানাসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুন (রবিবার) দুপুর ১২ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের রেললাইন ঘুমটিতে (ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন) ট্রেন যাওয়ার সময় মাইক্রোবাস নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল চালক সামসুল হক। এমন সময় পিছন থেকে এসে পার্শবর্তী হাতিখানা মহল্লার মোসাদ্দেক আলী বাই সাইকেল দিয়ে মাইক্রোবাসের পিছনে ও ডান পাশের বডিতে সজোরে ধাক্কা দেয় ।

এতে ঘষা লেগে মাইক্রোবাসের কয়েক জায়গায় রং চটে যায় ও চাপ লেগে দেবে যায়। ফলে মাইক্রোবাস চালক গাড়ি থেকে নেমে বাই সাইকেলটি আটক করার চেষ্টা করে। একারণে দুইজনের মাঝে হাতাহাতি হয়। তাৎক্ষণিক দায়িত্বরত ট্রাফিক পুলিশ আব্দুল খালেক ছুটে এসে বিষয়টা মিমাংসা করে দেন।

এই ঘটনার জের ধরে মোসাদ্দেক আলীর ছেলে মো. আজিম খান রানা (২৮) মাইক্রো চালককে ক্ষতিপূরণ দেয়ার নামে ওইদিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে বার বার ঘুমটি এলাকায় আসার জন্য বলে। কিন্তু বিষয়টা মিমাংসা হয়ে যাওয়ায় সামসুল হক সেখানে যায়নি। এরপর রানা ওই চালকের নামে লিখিত অভিযোগ দেয় শ্রমিক ইউনিয়ন অফিসে।

এর প্রেক্ষিতে সোমবার রাতে মিমাংসার জন্য বৈঠকের সিদ্ধান্ত নেয় অফিস কর্তৃপক্ষ। সে অনুযায়ী চালক সামসুল আলম রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সড়কের সৈয়দপুর পাইলট হাইস্কুল সংলগ্ন অফিসের সামনে এসে মাইক্রোবাস বন্ধ করে রাস্তায় নামা মাত্রই অতর্কিত ঝাপিয়ে পড়ে রানাসহ ৭/৮ জন যুবক।
এলোপাথাড়ি কিল ঘুষি মারায় সামসুল আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন হামলাকারীরা পা দিয়ে লাথি মারতে থাকে। আহতাবস্থায় সামসুল হক চিৎকার করলে এক পর্যায়ে একজন গলা চেপে ধরে আরেকজন পকেট হাতরে গাড়ি ভাড়ার ১৬ হাজার টাকা কেড়ে নেয়।

এরই মাঝে অফিসে থাকা লোকজন ঘটনাটা দেখে দ্রুত ছুটে এসে প্রতিবাদ করলে যুবকেরা মারমুখী হয়ে উঠে। তর্ক বিতর্ক করতে করতে তারা শ্রমিক ইউনিয়ন অফিসে ঢুকে পড়ে। এসময় এই শাখার সম্পাদক মো. মালেক সরকার এমন বিশৃঙ্খলা করা থেকে বিরত হতে বললে যুবকের দল সন্ত্রাসী কায়দায় চেয়ার টেবিল ভাঙ্চুর শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়।

চরম অরাজক পরিস্থিতির মধ্যে কৌশলে সম্পাদকের টেবিলের ড্রয়ারে রক্ষিত ৬০ হাজার লুট করে আসবাবপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে পালায়। এসময় আরও লোকজন এসে পড়ায় সবাই পালালেও রানা ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে প্রথমে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

আর গুরুতর আহত চালক সামসুল হককে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। অমানবিক নির্যাতনের শিকার হওয়ায় বুকে, মুখে মারাত্মক আঘাত পাওয়ায় কথাও বলতে পারছেন না।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নভুক্ত মাইক্রোবাস কার পিকআপ উপ শাখার সম্পাদক মো. মালেক সরকার বলেন, একটি মিমাংসিত ঘটনাকে নিয়ে এমন সন্ত্রাসী কান্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া নিজেরাই অপরাধ করে শালিস বৈঠকের প্রাক্কালে মারপিট করার কোন মানে হয়না।

তিনি বলেন, তাহলে বিচার চেয়ে অভিযোগ দিলে কেন। কেনইবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে একটি শ্রমিক অফিসে এসে ভাঙ্চুর লুটপাট করার মত দু:সাহস দেখানো অমার্জনীয় অপরাধ। তাই এই ঘটনায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খাঁন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনার পরই মূল হোতা রানাকে আটক করা হয়েছে। আজ তাকে গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102