আজ শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৮ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের কর্মী-সমর্থকরা চান্দনা চৌরাস্তা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়।
হেফাজতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইটপাটকেলে আহত ৮ পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।