বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ  তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে বললেন –ইকবাল হাসান মাহমুদ টুকু টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সিরাজগঞ্জ তাড়াশে ৫নং নওগাঁ ইউনিয়নে ৪ হাজার কেজি ভিজিএফের চাল জব্দ কাপাসিয়ায় টিএসডিএ-কুরআনের আলো সিজন-৫ এর ফাইনাল পর্ব ও ইফতার টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল নির্ভয়া বাংলাদেশ” সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন সভাপতি-এস,এম,রুহুল তাড়াশী, সাধারণ সম্পাদক -লিটন সরকার না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্দুল জব্বার বাবু

গাজীপুরের পুবাইলে মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ভার্সিটি ছাত্র নিহত

লুৎফর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১০৩৮ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন ৪১নং ওয়ার্ডের ভাদুনের নাগপাড়ায় বাচ্চাদের মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত রিফাত (২১) নামে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত রিফাত (২১) ভাদুনের নাগপাড়া এলাকার সাইদুলের ছেলে।

সূত্র মতে জানা যায়, গত ২৫ মার্চ বাচ্চাদের মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর ভাদুন এলাকার  নাগ পাড়া গ্রামের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। রাতে রাইসুল ইসলাম রিফাত ও তার বড় ভাই আশিকুল ইসলাম রাহাত পাশের বাড়ির জাহাঙ্গীরের কাছে জানতে চায় কি নিয়ে তাদের ছোট ভাই ছাব্বিরের সাথে তাদের ঝগড়া হয়েছে। তখন কোনো কথা না বলেই জাহাঙ্গীর তার স্ত্রী ও তার দুই ছেলে সেলিম এবং ফাহিম লাঠিসোটা নিয়ে রিফাত ও রাহাতেকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরের ভাই সোবহান ও তার মা এসেও রিফাত ও রাহাতকে মারধর করে। এ সংবাদ পেয়ে রিফাতের বাবা সাইদুল ইসলাম ও রিফাতের মা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন রিফাত রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে , রিফাতের কান ও মাথা থেকে রক্ত ঝরছে , আর রাহাতের মাথা ও কপাল থেকে রক্ত ঝরছে।

অবস্থা আশংকাজনক দেখে রিফাতকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে (গাজীপুর) নেওয়া হয় । অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে রিফাত চার দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে ৩১ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে মারা যায়।

ডাক্তার জানান, মাথায় প্রচন্ড আঘাতের কারণে মাথার খুলি ফেটে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সে মারা যায় ।

এ ঘটনায় নিহতের নানি আলেয়া বেগম বাদী হয়ে একই এলাকার ফাহিম ও সেলিম দুই ভাইসহ ছয়জনকে আসামি করে পূবাইল থানায় একটি হত্যা মামলা করেছেন।

সেলিনা ও জাহাঙ্গীর নামে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া।

রাইসুল ইসলাম রিফাত পূর্বাচল সংলগ্ন গ্রীন ইউনিভার্সিটির বি,এসব,সি সি,এস,ই এর ছাত্র ছিলো। ঘটনার কিছুক্ষণ পূর্বেও সে অন লাইনে পরিক্ষা দিচ্ছিলো।
আজ বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে রিফাতের লাশ ভাদুন তাদের নিজ বাসার সামনে আনা হলে রিফাতের সহপাঠী, বন্ধু বান্ধব , আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে এক হৃদয়বিদারক পরিবেশের অবতারনা হয়। পরে বাদ মাগরিব রিফাতের জানাজায় হাজারো মানুষের সমাবেশ ঘটে।

জানাজা নামাজে পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নামুল হাসান উপস্থিত ছিলেন । তিনি বলেন — আমরা এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন অকাল মৃত্যুর হত্যা কান্ডের তীব্র নিন্দা জানাই। আর কেউই অপরাধ করে পাড় পায় না। আমরা ইতি মধ্যে দুজন আসামিকে গ্রেফতার করেছি বাকি চার জনকেও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102