গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫টি বসতঘর পুড়ে গেছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার চন্দ্রা (হাজী বাড়ী) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম আগুন লাগার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আনুমানিক ৬টায় হাজীবাড়ী এলাকার দুলাল হোসেনের বাড়িতে আগুন লাগে। টিন শেড ও ঘনবসতি হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে না পেরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ৩৫টি বসতঘর আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। আমি
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।