বিামপুরে কুকুর কে বাচাতে গিয়ে যুবকের মৃত্যুঃ দিনাজপুরের বিরামপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে কদর আলী (২৫) নামের এক অটোরিক্সা যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় অপর দুই যাত্রী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন। (১১ জুন) শনিবার বেলা ১১টায় উপজেলা নবাবগঞ্জ-বিরামপুর আঞ্চলিক সড়কের কুচিয়া মোড় এলাকায় নামক স্হানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী(২৫) হাকিমপুর উপজেলার শুভ মিয়ার ছেলে। আহত দুজন হলেন, নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই সাগর ইসলাম (১২)। বিরামপুর থানার এসআই নূরে আলম সিদ্দিকী জানান, নবাবগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিক্সা তিনজন যাত্রী নিয়ে বিরামপুরের উদ্দেশ্যে আসছিল। পথে বিরামপুর উপজেলার কুচিয়া মোড় এলাকায় নামক স্হানে রাস্তার পাশ থেকে দ্রুতগামী একটি কুকুরকে পাশ কাটাতে যায়। এতে তিনজন যাত্রী নিয়ে অটোরিক্সাটি পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং পাশের খাঁদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কদর আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই কদর আলীর মৃত্যু হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কদর আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।