ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সঃ)নামে কটুক্তি করার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকুল ওলামা ও ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়। বিকাল ৫ টায় উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানেই এসে সমবেত হয়। পরে ঝিনাইগাতী উপজেলা ইত্তেফাকুল ওলামা শাখার সভাপতি মুফতি খালিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ইত্তেফাকুল ওলামা শাখার সহসভাপতি মৌলানা মাহমুদুল হাসান, মুফতি সাইফুল ইসলাম, আব্দুল মাসুদ, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা সারা বিশ্বের মুসলমানদের ভারতীয় পন্য বয়কটের দাবি জানান ।